ডার্ক মোড
Thursday, 27 February 2025
ePaper   
Logo
সরিষাবাড়ীতে সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সরিষাবাড়ীতে সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ক্ষেতে সেচ দিতে গিয়ে সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তফা মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক মোস্তফা উপজেলার কামরাবাদ ইউনিয়নের মৃত পেঁচা মন্ডলের ছেলে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাই শহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশ্ববর্তী ফসলি জমিতে পানি দেয়ার জন্য সেচপাম্প চালু করতে যান মোস্তফা।

এ সময় সেচপাম্পের মটর চালাতে গিয়ে হঠাৎ বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমান শাওন তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন