ডার্ক মোড
Thursday, 18 April 2024
ePaper   
Logo
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহিলা প্রতিমন্ত্রীর নেতৃত্বে কায়রো যাচ্ছেন প্রতিনিধি দল

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহিলা প্রতিমন্ত্রীর নেতৃত্বে কায়রো যাচ্ছেন প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

নিষেধাজ্ঞার পরও থামছে না সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ। এবার মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিদেশ সফরে যাচ্ছেন একটি প্রতিনিধি দল।

জানা গেছে, আগামী ৭-৮ জুন মিশরের কায়রোয় নারী উন্নয়ন সংস্থার মিনিস্টিরিয়াল কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন বসবে।

এতে বাংলাদেশ থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল যাচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার নেতৃত্বে দলের অপর তিনজন হলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তার এবং প্রতিমন্ত্রীর একান্ত কর্মকর্তা হাবিবুর রহমান। আর এ সফর হচ্ছে সম্পূর্ণ সরকারি খরচে।

সূত্র মতে, অনুষ্ঠানে অংশ নেয়ার সকল প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। আগামীকাল ৫ জুন প্রতিনিধি দলটি কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন।

এদিকে বৈশ্বিক অর্থনৈতিক ও ডলার সংকটের মধ্যে সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকার মধ্যে এ ধরনের সফরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সরকারি নিষেধাজ্ঞার পরিপত্রে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় মন্ত্রণালয়, বিভাগ, অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন অধিদপ্তর পরিদপ্তর, দপ্তর, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিসমূহের সব পর্যায়ের কর্মকর্তাদের সব ধরণের বিদেশ ভ্রমণ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

আরো চমকপ্রদ তথ্য হচ্ছে, গত ৩১ মে সরকারি খরচে বিমানে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করে সার্কুলার জারি হয়েছে। অথচ প্রতিনিধি দলটি আকাশ পথে কায়রো যাচ্ছেন প্রথম শ্রেণির টিকেটে।

এ বিষয়ে জানতে দলের একাধিক কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন