ডার্ক মোড
Friday, 19 April 2024
ePaper   
Logo
শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদ এর ৬ টি চলচ্চিত্রের নিউজার্সির চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা আওয়ার্ড অর্জন

শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদ এর ৬ টি চলচ্চিত্রের নিউজার্সির চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা আওয়ার্ড অর্জন

প্রবাস ডেস্ক

আমেরিকার নিউজার্সির একটি সম্মানজনক চলচ্চিত্র উৎসব হলো- ‘স্টুডেন্ট ওয়ার্ল্ড ইমপ্যাক্ট ফিল্ম ফেস্টিভ্যাল’।

২০২২ এর আসরে, উক্ত উৎসবে স্থান করে নেয় ‘শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদ’ এর ৬ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ২ নির্মাতার ৬ টি ভিন্ন স্বাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ৬ টি স্বল্পদৈর্ঘ্য। এবারের আসরে প্রদর্শিত হয় চলচ্চিত্রগুলি। প্রদর্শনী শেষে এওয়ার্ড লিস্ট ঘোষণা করা হয়। সেখানে এসএফএস এর নির্বাচিত প্রত্যেকটি চলচ্চিত্র লাভ করে ‘হনারেবল মেনশন এওয়ার্ড’।

এওয়ার্ড প্রাপ্ত চলচ্চিত্রগুলি হলো কাজী আশিকুর রহমান সুজন নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশ্চয়তা’ ও ‘দি ব্লাইন্ড’ এবং কাজী আকিকুর রহমান শুভ নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অভয় শর্বরী’, ‘মুদ্রা’, ‘মশলা’ ও ‘বাস্তুশাপ’।

উল্লেখ্য, কাজী আকিকুর রহমান শুভ নির্মিত ও কাজী আশিকুর রহমান সুজন প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অভয় শর্বরী’ স্থান করে নিয়েছে ২১ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এ। আসছে জানুয়ারিতে রাজধানী ঢাকায় প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে ডিসেম্বর এর শেষ দিকে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন