ডার্ক মোড
Saturday, 27 April 2024
ePaper   
Logo
শেরপুরে আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি

শেরপুরে আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন (রেজিঃ নং-বি ১৬৬৫) এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার (১৮ ডিসেম্বর) সকালে জেলা আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের আয়োজনে শহরের গৌরীপুর ট্রাক টার্মিনাল এলাকাস্থ সংগঠনের কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চলতি ডিসেম্বর মাস থেকে এ সংগঠনের কার্যক্রম পুনরায় শুরুর ঘোষণা দেওয়া হয়।

মতবিনিময় সভায় আয়োজক সংগঠনের সভাপতি হাজী আব্দুস সামাদ বলেন, শেরপুর জেলা শহরের গোপালবাড়ি এলাকায় অবস্থিত শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-ঢাকা-৩২৭৭) এর সাথে রেজিঃ নং-বি ১৬৬৫ সংগঠনের এক সাংঘর্ষিক ঘটনায় ২০১৯ সালের ৮ ডিসেম্বর ও ২০২১ সালের ২৯ আগস্ট জেলা প্রশাসন উভয় সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এক আলোচনা সভা করে।

ওইসময় উভয় পক্ষকে সড়কে ট্রাক থেকে চাঁদা না তোলার জন্য নির্দেশনা দেয় জেলা প্রশাসন। এছাড়াও আগামী ৪ মাসের মধ্যে দু’টি সংগঠনের ১৫ জন করে সদস্যদের নিয়ে উপযুক্ত সমিতির সদস্য যাচাই-বাচাই করে শ্রম অধিদপ্তরের সহযোগিতায় ভোটার তালিকা প্রণয়ন করে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্যও বলেন।

কিন্তু রেজিঃ ৩২৭৭ সংগঠনের নেতৃবৃন্দ রেজিঃ ১৬৬৫ এর নেতৃবৃন্দকে সম্পৃক্ত না করেই এক তরফা সাধারণ সভা করে তারা একটি কমিটি গঠন করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়া অ-শ্রমিক ও উচ্ছৃংখল যুবকদের দিয়ে খোয়ারপাড় মোড়ে ৩২৭৭ সংগঠনের নামে বিভিন্ন স্থান থেকে আসা ট্রাক চালক ও হেলপারদের মারধর করে জোরপ‚র্বক চাঁদা আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এসব সংগঠন পরিপন্থী বিষয়ে হাজী আব্দুস সামাদ সম্প্রতি ময়মনসিংহ আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক কার্যালয়ে অভিযোগ দিয়ে শেরপুরে ফেরার সময় ময়মনসিংহ চরপাড়া মোড়ে ৩২৭৭ সংগঠনের নেতৃবৃন্দদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হামলায় আহত হন। ওই ঘটনায় তিনি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি জিডি করেন। তিনি আরও বলেন, আমাদের ১৬৬৫ সংগঠনের ৩০০ এর অধিক শ্রমিকবৃন্দের মধ্যে বেকার শ্রমিকদের কাজের সুবিধার্থে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ১৬৬৫ সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বিষু, সহ-সভাপতি মোঃ আজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক, কোষাধ্যক্ষ আব্দুল বারেক, প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টুসহ চালক-হেলপারগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন