শেখ হাসিনার প্রশংসা সারা বিশ্বে : পরিবেশ মন্ত্রী
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের জন্য ঘর তৈরী করে দিয়ে তাদের মাথা গোজার ঠাই দিয়েছেন বলে আজ সারা বিশ্ব শেখ হাসিনার প্রশংসা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেউ নেই। শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা।
পরিবেশমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে ৩টি করে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সরকার গরীব মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে। যা বিশ্বের অন্যান্য কোন দেশে নেই। তাই আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
পরিবেশমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রঞ্জন চন্দ্র দে'র সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সহ-সভাপতি সাইরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শফিকুল ইসলাম, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনফর আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি বিধান দাশ বাদল, ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক কাঞ্চন চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মাখন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, জুড়ী কলেজ ছাত্রলীগের সভাপতি আশফাক আদনান, সাধারণ সম্পাদক গৌতম দাশ প্রমুখ।
অনুষ্ঠানে ৬৫ জনকে একবান করে টিন, নগদ ৩০০০ এবং ৫০ জনকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।