ডার্ক মোড
Wednesday, 08 January 2025
ePaper   
Logo
লালমোহনে শাহগাজী জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন

লালমোহনে শাহগাজী জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে শাহগাজী জামে মসজিদের ভিত্তি প্রস্তল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় জমিদাতা মরহুম মোঃ শাহগাজীর ছেলে সমাজ সেবক আহমেদ উল্ল্যাহর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ খালেক মাস্টার, পূর্ব চর উমেদ আহমেদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ অলি উল্ল্যাহ, উত্তর প্যায়ারীমোহন এলাকার বিভিন্ন ব্যক্তি বর্গ।

জানা যায় দীর্ঘ দিন ধরে উত্তর প্যায়ারীমোহন দুই কিলোমিটার এর মধ্য কোনো জামে মসজিদ না থাকায় এই উদ্বোগ গ্রহন করেন এই এলাকার সমাজ সেবক মরহুম শাহগাজীর ছেলে আহমেদ উল্যাহ।

তিনি জানান উত্তর প্যায়ারীমোহন বায়তুন নূর জামে মসজিদ প্রতিষ্ঠা করবো তাই আজ জমি সীমানা নির্ধারন ও ভিত্তি প্রস্থ উদ্বোধন করি। সুন্দর সমাজ গড়তে হলে মসজিদ মাদ্রাসা্র বিকল্প নাই।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন