ডার্ক মোড
Friday, 19 April 2024
ePaper   
Logo
লালমোহনে মহান বিজয় দিবস পালিত

লালমোহনে মহান বিজয় দিবস পালিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান করা হয়। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বহু লড়াই-সংগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা হয়েছে। দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আজকের এই দিনে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন