ডার্ক মোড
Friday, 26 April 2024
ePaper   
Logo

লালমনিরহাটে ইভিএম এ ভোট নিয়ে ইউপি উপনির্বাচনে মানুষ আতংকিত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের উপনির্বাচনে ভোটগ্রহণ আগামী ২৯ ডিসেম্বর। ওই ইউনিয়নে ভোট হবে ইভিএমে কিন্তু ৯৫ ভাগ ভোটারের এ যন্ত্র সমন্ধে তেমন কোন ধারনাই নেই। ইভিএম নিয়ে ভোটার দের পাশাপাশি শংকায় চেয়ারম্যান প্রার্থীরা আর নির্বাচন অফিস বলছে ইভিএম সমন্ধে ধারনা দিতে নেয়া হবে "ভোটার শিক্ষা কার্যক্রম" বা মক ভোট লালমনিরহাট প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মোস্তাফা 'র তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত

প্যাকেজ :

হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের চেয়ারম্যান খতিব উদ্দিন মারা যাওয়ায় শুন্য ইউনিয়ন পরিষদে আবারও শুরু হয়েছে ভোট যুদ্ধ।আগামী ২৯ ডিসেম্বর এ ইউনিয়নে চেয়ারম্যান পদে অনুষ্ঠিত হবে উপ-নির্বাচন আর ভোট হবে ইভিএমে কিন্তু ৯৫ ভাগ ভোটারের ইভিএম সমন্ধে নেই কোন ধারনা। অনেকেই জানেন না ভোট দেয়ার পদ্ধতি আবার অনেকেই বলছেন ইভিএমের চেয়ে ব্যালট পেপারেই ভাল ছিলো। আবার অনেকেই আশংকা করছেন বযস্কদের হাতের ছাপ না মিললে শিকার হতে হবে হয়রানির ।

ভস্কপপ : এলাকার সাধারন ভোটার ১-৮

তিস্তা নদীর চরাঞ্চল বেষ্টিত এ ইউনিয়নে ৯০ ভাগ মানুষেই কৃষি নির্ভর তাই ইভিএম নিয়ে ভোটারদের চেয়েও বেশি আস্তাহীনতায় চেয়ারম্যান প্রাথীরা।

জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মনে করেন

সিংক ০১ : তৌহিদ হাসান খান মুকুল

আর নৌকার প্রার্থী মনে করেন

সিংক ০২: নুরল আমিন

ইভিএম সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে নির্বাচনের আগে ভোটার শিক্ষা কার্যক্রম বা মক ভোট চালু করা হবে যা ইভিএম সমন্ধে জানতে জোরালো ভুমিকা রাখবে। সিংক ০৩: নাজমুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার. হাতীবান্ধা, লালমনিরহাট

আগামী ২৯ ডিসেম্বর ভোট নিতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।এ ইউনিয়নের মোট ভোটার ১০.৭৪৪ জন এর মধ্যে পুরুষ ৫২৮৭ জন ও নারী ৫৪৫৭ জন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন