ডার্ক মোড
Sunday, 16 March 2025
ePaper   
Logo
লক্ষীটারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লক্ষীটারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়ন শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (১৪ মার্চ ২০২৫) বিকেল ৪:৩০টায় মহিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী অধ্যাপক মো. রায়হান সিরাজী। তিনি বর্তমানে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. নায়েবুজ্জামান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গঙ্গাচড়া উপজেলা শাখা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সুধীজন, জনশক্তি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানার্থে এই আয়োজন করা হয়েছে, যেখানে ইসলামিক আলোচনা ও ইফতারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানের সফলতা কামনা করে আয়োজক কমিটির সভাপতি মো. আশরাফুল আলম সংশ্লিষ্ট সকলকে উপস্থিতি ও সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন