ডার্ক মোড
Tuesday, 23 April 2024
ePaper   
Logo
রায়পুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা’র মৃত্যু

রায়পুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা’র মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

আগামী শুক্রবার-একমাত্র মেয়ের আকিকা দিবেন গ্রামের বাড়ীতে। এজন্যে গরু ও খাসিও কিনেছেন। কয়েকজন স্বজনকে দাওয়াত দিতে সাপ্তাহিক ছুটি নিয়ে পরিবারের কাছে ঢাকায় যান ব্যাংক কর্মকর্তা মারুফ। কিন্তু মেয়ের আকিকা আর দেয়া হলো না। নিয়তি বড়ই নির্মম।-মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দা সৈয়দ মারুফ হোসেন বাবু (২৫) নিহত হন।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার সাজেদা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি। সোমবার বিকেলে (১৯ ডিসেম্বর) মারুফকে তাদের পারিবারিক কবরে দাফন করা হয়।

নিহত মারুফ রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজার সংলগ্ন মীর বাড়ির সৈয়দ আমির হোসেনের ছেলে। তিনি মোটরসাইকেল চালিয়ে (নোয়াখালী-ল-১১-৫৯০৩) রায়পুর ফেরার পথে তাঁকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।

মারুফের বড় ভাই সৈয়দ মহররম হোসেন হিরণ বলেন, ‘এ ঘটনায় আমি অজ্ঞাতদের আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছি। পুলিশ ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ দেখে অজ্ঞাত গাড়িটি চি‎ি‎হ্নত করতে কাজ করছে। ভাইকে দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে।’

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দীন বলেন, ‘এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। গাড়িটি চিহ্নিত করতে আমরা কাজ করছি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন