রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে এগিয়ে যাচ্ছে ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক
পাল্টা আক্রমণের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুদ্ধে এগিয়ে যাচ্ছে ইউক্রেন বাহিনী। ইউক্রেনের সেনাবাহিনী খারকিভ অঞ্চলের উত্তরে বেশ কিছু গ্রাম পুনর্দখলের পর এখন রাশিয়ার সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে।
ইউক্রেনের ভাষ্য অনুসারে তারা রাশিয়ার কাছ থেকে তিন হাজার বর্গকিলোমিটারেরও বেশি এলাকা নতুন করে দখেলে নিয়েছে; যা গত ছয়মাসের যুদ্ধের একটি উল্লেখযোগ্য অগ্রগতি। খবর : বিবিসির
ইউক্রেনের সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুসারে, তারা গত ২৪ ঘণ্টায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ২০টিরও বেশি গ্রাম পুনর্দখল করেছে। তারা আরও জানায়, দক্ষিণ খেরসন অঞ্চলের প্রায় ৫০০ বর্গ কিলোমিটার এলাকার ওপর তাদের নিয়ন্ত্রণ চলে এসেছে।
ইউক্রেনের সেনাবাহিনীর এই সাফল্যকে রাশিয়ার সার্বিক সামরিক পরিকল্পনার প্রতি ‘উল্লেখযোগ্য পরিণতি’ হিসেবে উল্লেখ করেছেন একজন ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তা।
এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, রুশ বাহিনীর এই অভিযান চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের প্রাথমিকভাবে নির্ধারিত ‘কাজ’ শেষ না হয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রতিনিয়ত সার্বিক পরিস্থিতির অগ্রগতির বিষয়ে জানানো হচ্ছে।
শনিবার ইউক্রেনের সেনাবাহিনী ইজাইয়াম ও কুপিয়ানস্ক শহর দুটি রাশিয়ার কাছ থেকে পুনর্দখল করে নেয়। তবে রাশিয়া বলছে, এই দুটি শহরে নতুন করে আক্রমণ জোড়াল করা হয়েছে। যুদ্ধের কৌশল হিসেবে তারা পিছু হটে আসে; যা তাদের পুনরায় সংগঠিত করবে বলে তারা জানিয়ে আসছে।
ইজাইয়াম শহরের মেয়র জানান, শহরটি রাশিয়ান বাহিনীমুক্ত করা হয়েছে। সেখানে ইউক্রেনের পতাকা উড়ছে। ইউক্রেন সেনাবাহিনী এখন যুদ্ধ বিধ্বস্ত শহরটির পরিষ্কারের কাজ করছে এবং কোনো রাশিয়ান সৈন্য আশেপাশের গ্রামে লুকিয়ে আছে কিনা তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।