
রাজউকের নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে নাগরিক অধিকার আন্দোলন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সাথে তাঁর কার্যালয়ে ১১ মার্চ দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম. জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ইঞ্জি. মোফাজ্জল হোসেন হৃদয়, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সবুজ, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুসা ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সবুজ হাওলাদার প্রমুখ।
এ সময় বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন নেতৃবৃন্দ রাজউক চেয়ারম্যান হিসেবে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এইবি) সাবেক সভাপতি প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সাফল্য কামনা করেন।