ডার্ক মোড
Wednesday, 24 April 2024
ePaper   
Logo
যুদ্ধের অবসানে আলোচনার জন্য উন্মুক্ত রাশিয়া

যুদ্ধের অবসানে আলোচনার জন্য উন্মুক্ত রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনার জন্য রাশিয়ার দ্বার উন্মুক্ত বলে ক্রেমলিন তার অবস্থানের পুনরাবৃত্তি করেছে। আলোচনায় বসার জন্য রাজি থাকলেও নতুন ‌‘আঞ্চলিক বাস্তবতা’ উপেক্ষা করা যাবে না বলে জানিয়ে দিয়েছে ক্রেমলিন।

মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেছেন। তিনি বলেছেন, রাশিয়া কখনই ইউক্রেনের চারটি অঞ্চলে তার দাবি ত্যাগ করবে না; যেসব অঞ্চলকে নিজেদের ভূখণ্ড বলে গত বছর মস্কো ঘোষণা দিয়েছে।

কিন্তু কিয়েভ এবং এর পশ্চিমা মিত্ররা ইউক্রেনীয় ভূখণ্ডকে রাশিয়ার অন্তর্ভূক্ত করার দাবিকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে। পেসকভ বলেছেন, ‌কিছু বাস্তবতা রয়েছে; যা ইতোমধ্যে অভ্যন্তরীণ মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। মানে আমি নতুন ভূখণ্ডগুলোর কথা বলছি। রুশ ফেডারেশনের সংবিধান রয়েছে এবং এটা উপেক্ষা করা যাবে না।

তিনি বলেন, রাশিয়া কখনই এই বিষয়ে আপোষ করবে না। এটাই গুরুত্বপূর্ণ বাস্তবতা।

গত বছরের সেপ্টেম্বরে ইউক্রেনের দনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং ঝাপোরিঝিয়া অঞ্চলকে রাশিয়ার ভূখণ্ডের অন্তর্ভূক্ত করে আদেশ জারি করে মস্কো।

পেশকভ বলেন, কিয়েভ যদি এসব অঞ্চলকে ছেড়ে দেয়, তাহলে আলোচনার দ্বার উন্মুক্ত রাখবে রাশিয়া। যদিও দখল করা ইউক্রেনীয় ভূখণ্ডের নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি নিতে পারেনি মস্কো।

এদিকে, মঙ্গলবার রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবির এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বাসঘাতকদের ব্যাপারে সতর্ক থাকতে রুশ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‌আমাদের সমাজকে যারা বিভক্ত ও দুর্বল করার চেষ্টা করছে, তাদের অবৈধ কার্যকলাপ যেমন— বিচ্ছিন্নতাবাদ, জাতীয়তাবাদ, নব্য-নাৎসিবাদ এবং বিদেশিদের ব্যাপারে আতঙ্ককে অস্ত্র হিসেবে ব্যবহারের প্রচেষ্টা চিহ্নিত ও বন্ধ করতে হবে।

পুতিন বলেন, রাশিয়া সবসময়ই এ ধরনের কার্যকলাপের মুখোমুখি হয়েছে। তিনি বলেন, আর এখন তাদের এসব প্রচেষ্টা সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে। আমাদের ভূমিতে এই ধরনের আবর্জনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন