
মৌলভীবাজারে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে'র ইফতার মাহফিল অনুষ্ঠিত
মৌলভীবাজার প্রতিনিধি
বৃটেনের কমিউনিটি সংগঠন প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ,কে' মৌলভীবাজার জেলা টিমের উদ্যোগে পবিত্র রামাদ্বানুল মোবারক উপলক্ষে ১৫ই মার্চ ২০২৫ শনিবার মৌলভীবাজার এর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান জামেয়া দ্বীনিয়া মাদ্রাসায় এতিম অসহায় ছাত্রসহ আলেম উলামা ও গণ্য মান্য ব্যক্তিবর্গদের নিয়ে মনোমুগ্ধকর ইফতারে সকলের উপস্থিতি একটা ভাব গাম্ভীর্যের মাধ্যমে দোয়ার মাধ্যমে ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়।
বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক ডাঃ ছাদিক আহমদ এর সভাপতিত্বে এবং জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার মুহতামিম, হাফেজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ এর সঞ্চালনায় ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান,বিশিষ্ট রাজনীতিবিদ মোয়াজ্জেম হুসেন মাতুক, প্রফেসর শাহ আব্দুল ওয়াদুদ, ব্যাংকার শাহ আতাউর রহমান,বিশিষ্ট সমাজসেবক জয়নাল খাঁন, ছয়ফুল আলম খাঁন, এ কে এম আনোয়ারুজ্জামান, সাংবাদিক সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, সাংবাদিক মোহাম্মদ শাহজাহান মিয়া, ডাঃ অলিউর রহমান, সৈয়দ তালহা আহমদ, সৈয়দ সাজিদ আহমদ, শাইখুল হাদীস মাওলানা ফখরুল ইসলাম, হাফেজ মাওলানা মাহফুজুল ইসলাম, মাওলানা সাদিক আহমদ, ইমাম মাওলানা নূর হুসাইন, মাওলানা শিহাব উদ্দিন, ও হাফেজ মাওলানা মুঈন খাঁন সহ বিশেষ ব্যক্তিবর্গ। ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে'র এই উদ্দ্যোগের ভূয়শী প্রশংসা করেন এবং কমিউনিটির উন্নয়ণে ও মানবতার কল্যাণে ও সমাজসেবামূলক কার্যক্রমের অগ্রগতির জন্য আগামীতে আর ও বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন।
ইফতার মাহফিলে মুসলিম উম্মার সূখ শান্তি সমৃদ্ধির জন্য দোয়া পরিচালনা করেন শাইখুল হাদিস মাওলানা ফখরুল ইসলাম।
ইফতার মাহফিল চলাকালে বৃটেন থেকে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে'র চ্যারিটি কো -অর্ডিনেটর, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর,টেলিকনফারেন্সে বক্তব্য প্রদানকালে প্রতিবছরের মতো এবারও সিলেট বিভাগের ৪টি জেলায় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতারী খাওয়ানোর উদ্দোগ নেওয়া হয়েছে।
এই ধারাবাহিকতায় প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের মৌলভীবাজার টিমের উদ্যোগে আজ
জামিয়া- দ্বীনিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যারা অনুদান প্রদান করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এছাড়াও ইফতার মাহফিলের সময় ইউকে থেকে সঙ্গে ছিলেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম খাঁন, সৈয়দ রশিদ আহমদ বেলাল, সৈয়দ আবু সাঈদ ও সৈয়দ ফরহাদ আহমদ সহ জামেয়া দ্বীনিয়া ইউকের সদস্যরা।
বৃটেনের কমিউনিটি সংগঠন প্রাউড টু বি সিলেটি ইউকের সদস্যবৃন্দ যারা অনুদান করেছেন তারা হচ্ছেন, প্রাউড টু বি সিলেটি ইউকের প্রেসিডেন্ট হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা, ট্রেজারার জামাল হোসেন, চ্যারিটি কো -অর্ডিনেটর, মোহাম্মদ মকিস মনসুর, কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর, মসুদ আহমদ, সৈয়দ আবু সাঈদ আহমদ, সৈয়দ আকলাকুল আম্বিয়া রাবেল, এম আশরাফ মিয়া, আলহাজ্ব নুনু মিয়া, এবি রুনেল, আকলাকুল আলম সেবু, সৈয়দ করিম ছায়েম, শাহ শাফি কাদির, সিপার করিম, আব্দুর রউফ তালুকদার, শিপন আহমদ, মুজিবুর রহমান, আলাউদ্দিন আহমদ, ও মোক্তার আলী, সহ অন্যান্যরা।