
মোহনপুরে নিখোঁজের ৭ দিন পর পাওয়া গেল কৃষকের অর্ধগলিত লাশ
শাহিনুর রহমান সোনা, রাজশাহী
রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল বিল থেকে ধুরইল মাষ্টারপাড়া গ্রামের মৃত কুদ্দুস'র ছেলে নিখোঁজ কৃষক আলতাফ হোসেন (৪৮) এর মগজ উদ্ধারের প্রায় ৭ দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৬ মার্চ) সকালে উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের অন্তর্গত তুলসী ক্ষেত্র গ্রামে ব্রিজের পাশে সরকারি জলাশয়ের ভেতর থেকে অর্ধগলিত মাথার মগজ বিহীন ভাঁসমান নিখোঁজ আলতাফ হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত আলতাফ হোসেনের ছেলে আতাউর রহমান, মেয়ে অনন্যা ও ভাই আব্দুল মতিন সহ আরো অনেকে লাশটি শনাক্ত করেছে বলে জানা যায়।
এর আগে গত ৯ মার্চ (রোববার) দিবাগত রাতে ধুরইল মাস্টার পাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে আলতাফ হোসেন (৪৮) ধুরইল বিলে রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ডিপ টিউবওয়েল থেকে ধানের জমিতে পানি নিতে যায়। ধানের জমিতে পানি নিতে গিয়ে আলতাফ হোসেন আর বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন জমিতে গিয়ে দেখেন সেখানে আলতাফ হোসেন নেই এবং ধানের জমির পাশে মানুষের মাথার মগজ (সাদৃশ্য বস্তু) পড়ে আছে। তখন আলতাফ হোসেনের পরিবারের লোকজন কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজনও এগিয়ে আসেন এবং মাথার মগজ (সাদৃশ্য বস্তু) দেখতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মগজ সাদৃশ্য বস্তু উদ্ধার করে। পরবর্তীতে এ বিষয় নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানতে চাইলে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, নিখোঁজ আলতাফ হোসেনের ছেলে আতাউর রহমান, নিখোঁজ বাবার মৃত দেহ না পাওয়ায় ৬ জনকে আসামি করে গত (১৪ই মার্চ) ৩৬৪ ধারায় হত্যার উদ্যোশ্যে অপহরণের মামলা করেছিল। আজ সকালে মৃত আলতাফ হোসেনের বাড়ি থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে তুলসীক্ষেত্র নামক স্থানে ব্রিজের পাশের সরকারি জলাশয় থেকে আলতাফ হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ৬ জন আসামীর মধ্যে মৃত ওসমান শাহ্'র ছেলে মোস্তফা হোসেন (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি কার্যক্রম এবং অন্যান্য আসামীদের গ্রেপ্তার প্রক্রিয়া চলমান রয়েছে।