ডার্ক মোড
Saturday, 03 June 2023
ePaper   
Logo
মোমেনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জয়শঙ্করের

মোমেনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জয়শঙ্করের

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং বাংলাদেশ সরকার ও জনগণকে স্বাধীনতার দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

রোববার (২৬ মার্চ) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

টুইটে জয়শঙ্কর লিখেছেন, আমাদের বহুমুখী অংশীদারিত্ব ভাগাভাগি এবং ত্যাগের ওপর প্রতিষ্ঠিত। প্রতিবেশী ফাস্ট নীতির আওতায় বাংলাদেশ সবসময় ভারতের একটি শক্তিশালী স্তম্ভ।

এদিকে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনও।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন