ডার্ক মোড
Monday, 25 September 2023
ePaper   
Logo
মেলান্দহে সড়ক দুর্ঘটনায় হতাহত ৭

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় হতাহত ৭

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় সড়ক দুর্ঘটনায় অটোরিক্সাচালক শাহীন মারা গেছে। নিহত শাহীন বানিপাকুরিয়া গ্রামের বুছা শেখের ছেলে। শনিবার বিকালে উপজেলার মালঞ্চ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলো-অটো রিক্সার যাত্রী মেলান্দহের আব্দুর রহিমের মেয়ে গুলেছা(৪৫), ফারহান তানভীরের মেয়ে ছন্দা (২৮), হরিপুরের রাসেলের মেয়ে রুমাইসা (২), জামালপুর শহরের গেইটপাড়ের রেজাউল(৫০), মাছিমপুরের নুরুল(৫২), মালগুদামের নাছির সরকারের ছেলে রানা সরদার(৩৫)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে রানা সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন