ডার্ক মোড
Monday, 09 September 2024
ePaper   
Logo
ভুয়া সাব-রেজিস্ট্রারসহ আটক ২

ভুয়া সাব-রেজিস্ট্রারসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

জমির ভুয়া মালিক ও সাব-রেজিস্ট্রার সাজিয়ে জমি বিক্রয়কারী প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গতকাল সোমবার ভাটারা থানার বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুক্তা আক্তার ও তুষার মিয়া।

আজ মঙ্গলবার সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার তৌহিদুল ইসলাম এ তথ্য জানান।

তৌহিদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজন সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্য। তারা সুকৌশলে জমির ক্রেতাদের সঙ্গে ভালো সম্পর্কের মাধ্যমে বিশ্বস্ততা অর্জন করে। প্রথমে এক দুটি জমি সঠিক ও যাচাই সাপেক্ষে ক্রয় করতে সহায়তা করে। পরবর্তীতে বিশ্বস্ততা বাড়িয়ে ফাঁদ পাতে।’

তৌহিদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার দুজন পূর্বাচলকেন্দ্রিক রাজউকের বিভিন্ন প্লটের ভুয়া সরকারি বরাদ্দপত্র, অফিস আদেশ, মালিকানা সার্টিফিকেট, বিক্রির অনুমতিপত্রসহ আনুষঙ্গিক কাগজপত্র তৈরি করেন। পরে ভুয়া নিজস্ব লোকজনের সহায়তায় ইয়ুথ গ্রুপের অফিসে বসে রেজিস্ট্রেশনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন।’

তাদের কাছ থেকে প্রতারিত এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ জুলাই কাফরুল থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং টিম।

তৌহিদুল ইসলাম আরও বলেন, ‘মামলাটি তদন্তকালে গতকাল সোমবার সন্ধ্যায় বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন