ডার্ক মোড
Saturday, 20 April 2024
ePaper   
Logo
ভারতের প্রজাতন্ত্র দিবসে গুগলের বিশেষ ডুডল

ভারতের প্রজাতন্ত্র দিবসে গুগলের বিশেষ ডুডল

তথ্য-প্রযুক্তি ডেস্ক

ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)। এ দিবসটি উদযাপনে একটি চমৎকার ডুডল তৈরি করেছে গুগল।

বৃহস্পতিবার ভারতে গুগল ডুডলে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের বেশ কিছু উপাদান দেখা যায়। যার মধ্যে রয়েছে রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট, সিআরএফপি মার্চিং কন্টিনজেন্ট এবং মোটরসাইকেল চালকরা।

এছাড়াও ডুডলে একটি হাতে কাটা কাগজের শিল্পকর্ম দেখা যাচ্ছে, যা গুজরাটের আহমেদাবাদের অতিথি শিল্পী পার্থ কোথেকার তৈরি করেছেন।

বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল।

উল্লেখ্য, ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতে নতুন সংবিধান কার্যকর হয় এবং এতে ভারতকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকেই প্রতিবছর ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে ২৬ জানুয়ারি।

সূত্র- জিনিউজ

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন