ডার্ক মোড
Thursday, 25 April 2024
ePaper   
Logo
বেতাগীতে চরমোনাইর পীর তাফসিরুল মাহফিল অনুষ্ঠিত

বেতাগীতে চরমোনাইর পীর তাফসিরুল মাহফিল অনুষ্ঠিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বেতাগীতে ভোলানাথপুর দারুল উলূম মাদ্রাসা ও এতীম খানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে মাদ্রাসা ময়দানে গত সোম ও মঙ্গলবার গভীর রাতে দুইদিন ব্যাপি তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব গোলাম কুদ্দুছ মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বয়ান করেন চরমোনাইর পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

প্রতিষ্ঠানের মোহতামীম হাফেজ মাওলানা আব্দুল মোহাইমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বয়ান করেন, বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার মোহতামীম হাফেজ মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, দারুননুর আজিজিয়া মাদ্রাসার মোহতামীম হাফেজ মাওলানা মুফতী রফিকুল ইসলাম, চকবাজার জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ, গালুয়া দরবারের খলিফা হযরত আবদুস সত্তার ও বেতাগী উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব প্রভাষক আলহাজ্ব হযরত মাওলানা মো: আ: হাই নেছারী।

এ সময় চরমোনাইর পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, মাওলার রেজাবন্দি হাসিল করতে হলে নিজের দিলকে পরিশুদ্ধ করতে তাকওয়ামুখি হতে হবে। ইবাদত কবুলের শর্ত হিসেবে হালাল রিজিকের প্রতি গুরুত্ব দিতে হবে। তা না হলে দুনিয়ার কে বড় আরকে ছোট কিয়ামতের দিন তা কাজে আসবেনা। কঠিন মুছিবতে পড়তে হবে।

অনুষ্ঠানে হামদ, নাত ও হিফজ প্রতিযোগিতা, হাফেজদের পাগরী পড়ানো, এবং ২০২৩ শিক্ষা বর্ষের হিফজ বালিকা শাখায় ভর্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন