ডার্ক মোড
Monday, 27 March 2023
ePaper   
Logo
বিশ্বনাথে হাওর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিশ্বনাথে হাওর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিলেট ব্যুরো

সিলেটের বিশ্বনাথের চাউলধনী হাওর থেকে আশক আলী (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার চাউলধনী হাওরের চানপুর গ্রাম এলাকার সমস্যার খাল নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, আশক আলী সোমবার সকালের দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। তার পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর চাউলধনী হাওরের চানপুর গ্রাম এলাকার সমস্যার খাল নামক স্থানে তার লাশ পানিতে ভাসতে দেখলে পুলিশে খবর দেন।

খবর পেয়ে থানার ওসি তদন্ত সহ একদল পুলিশ সেখানে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।’

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন