ডার্ক মোড
Wednesday, 16 October 2024
ePaper   
Logo
বাগাতিপাড়ায় বিদ্যুতস্পর্শে যুবকের মৃত্যু

বাগাতিপাড়ায় বিদ্যুতস্পর্শে যুবকের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পর্শে মিরাজ হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়।

শনিবার দুপুরে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সান্যালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিরাজ হোসেন (২০) ওই এলাকার রাফিক আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মিরাজ ওই এলাকার জাহাঙ্গীর আলম এর পুকুর পাড়ে ঘাস কাটতে গিয়ে পুকুরের পাড়ে দেওয়া অধৈধ বৈদ্যুতিক তারে সংযোগে বিদ্যুতপৃষ্ঠে তার মৃত্যু হয়।

পরে তাকে বাগাতিপাড়া মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎস ডাঃ সানজিদা আক্তার মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তার হাতের বৈদ্যুতিকস্পর্শ হওয়ার চিহ্ন পাওয়া গেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন