ডার্ক মোড
Monday, 17 March 2025
ePaper   
Logo
বাউফলে দশম শ্রেনীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাউফলে দশম শ্রেনীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে নাজনিন জাহান কুমকুম (১৪) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁসরত অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলের দিকে উপজেলার কালাইয়া উইনয়নের শৌলা গ্রামে এ ঘটনা ঘটে। কুমকুম ওই গ্রামের কাঞ্চন খাঁ বাড়ির নজরুল খানের মেয়ে। কুমকুম পূর্ব কালাইয়া হাসান ছিদ্দিক মাধ্যমিক বিদ্যালেয়র দশম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে,নাজনিন জাহান কুমকুম প্রতিদিনের ন্যায় বিদ্যালয় প্রাইভেট পরে বাড়ীতে আসেন। বাসার সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। বিকেল ৩ টার দিকে পরিবারের লোকজন আঁড়ার সঙ্গে কুমকুমকে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার শুরু করেন। খবর পেয়ে থানা পুলিশ ওই বাড়িতে যেয়ে কুমকুমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুমকুমের স্বজনরা জানান,দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কুমকুমকে উত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিত একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও একই গ্রামের রিয়াজ চৌকিদারের ছেলে রিয়াদুল ইসলাম তাওসিন। কুমকুম তাওসিনের প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় হুমকি-ধুমকি দিত।

বিষয়টি কুমকুমের মামা তাওসিনের চাচা ও স্কুল কর্তৃপক্ষকে জানায়। এতেও থেমে না যেয়ে আরো ক্ষিপ্ত হয়ে কুমকুম ও তার এক সহপাঠী একসাথে তোলা ছবির সাথে নোংরা কথা লিখে ফেসবুকে ছড়িয়ে দেয় তাওসিন। বিষয়টি দেখার পর বাবা-মার সম্মানের দিকে তাকিয়ে চিরকুট লিখে নিজ ঘরে আতœহত্যা করে কুমকুম। এ ঘটানায় তাওসিনের ফাঁসি দাবি করা হয় পরিবারের পক্ষ থেকে।

বাউফল থানা ওসি তদন্ত আতিকুর রহমান জানান,এঘটনায় থানায় কোন অভিযোগ দাখিল হয়নি। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন