ডার্ক মোড
Sunday, 23 February 2025
ePaper   
Logo
ফ্রান্সে ছুরি হামলা, ম্যাক্রোঁর দাবি— ইসলামিস্ট টেররিস্ট অ্যাটাক

ফ্রান্সে ছুরি হামলা, ম্যাক্রোঁর দাবি— ইসলামিস্ট টেররিস্ট অ্যাটাক

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর মুলহাউসে ছুরি হামলায় একজন নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি পর্তুগিজ নাগরিক। এছাড়া হামলায় আহত হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা।

এই হামলাকে ‘ইসলামিস্ট টেররিস্ট অ্যাটাক’ বলে দাবি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রোববার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে এই ঘটনায় ৩৭ বছর বয়সী আলজেরিয়ান এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে এবং প্রসিকিউটর সন্ত্রাসী তদন্ত শুরু করেছেন। কারণ সন্দেহভাজন ওই ব্যক্তি গ্রেপ্তারের সময় “আল্লাহু আকবর” বলে চিৎকার করেছিলেন বলে জানা গেছে।

অভিযুক্ত ওই লোকটি দুই পুলিশ কর্মকর্তাকে গুরুতর আহত করেছেন, যাদের একজন তার ঘাড়ে এবং অন্যজন বুকে আঘাত পেয়েছেন। এছাড়া ৬৯ বছর বয়সী এক পর্তুগিজ ব্যক্তি হামলায় হস্তক্ষেপ করার চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন ওই ব্যক্তি।

স্থানীয় প্রসিকিউটরের মতে, সন্দেহভাজন ওই ব্যক্তিকে নির্বাসনের আদেশ দেওয়া হয়েছিল কারণ তিনি সন্ত্রাসবাদের নজরদারি তালিকায় ছিলেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, “এটি যে ইসলামি সন্ত্রাসী হামলা ছিল এতে কোনও সন্দেহ নেই”।

নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করার পর ম্যাক্রোঁ বলেন: “আমাদের ভূখণ্ডে সন্ত্রাস নির্মূল করার কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি সরকারের এবং আমার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করতে চাই।”

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) সমর্থনে একটি বিক্ষোভে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। যদিও ওই বিক্ষোভে পুলিশ অফিসাররা টহল দিচ্ছিলেন। মুলহাউসের মেয়র মিশেল লুটজ ফেসবুকে বলেছেন, “আতঙ্ক আমাদের শহর দখল করেছে”।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন