ডার্ক মোড
Wednesday, 26 February 2025
ePaper   
Logo
প্রাইম ব্যাংক গ্রামার স্কুল-কে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা দেবে প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক গ্রামার স্কুল-কে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা দেবে প্রাইম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রাইম ব্যাংক পিএলসি. ‘প্রাইমএকাডেমিয়া’র আওতায় পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা সরবরাহ করতে প্রাইম ব্যাংক গ্রামার স্কুল-এর সাথে চুক্তি সই করেছে।

সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির আওতায়, প্রাইম ব্যাংক গ্রামার স্কুল-এর শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং কর্মকর্তারা তাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আর্থিক প্রয়োজন মেটাতে ‘প্রাইমএকাডেমিয়া’ থেকে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।

প্রাইমএকাডেমিয়ার আওতায় প্রাইম ব্যাংক এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি কালেকশন, শিক্ষার্থী বান্ধব ঋণ সুবিধা, পেরোল ব্যাংকিং সুবিধা, অগ্রীম বেতন উত্তোলন, শিক্ষক একাউন্ট, স্টুডেন্ট ফাইল খোলা, অভিভাবক একাউন্ট, প্রি অ্যাপ্রুভড ক্রেডিট কার্ড এবং ডিজিটাল ব্যাংকিং সুবিধা সহ নানাবিধ সেবা প্রদান করবে। এই উদ্যোগের মূল লক্ষ্য সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করা এবং তাদের ব্যাংকিং অভিজ্ঞতা বাড়ানো।

প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ. চৌধুরী এবং প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার মেজর জেনারেল ড. মো. নাঈম আশফাক চৌধুরী (অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও সেক্রেটারি সুজয় কুমার বিশ্বাস- এফসিএ; প্রস্তাবিত প্রাইম ব্যাংক হসপিটাল পিএলসি.-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএসএম মাহমুদ হাসান (অব.); প্রাইম ব্যাংক গ্রামার স্কুলের পিন্সিপাল অধ্যাপক মেজর এম. এম. আখতারুজ্জামান (অব.); প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন ও হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন