ডার্ক মোড
Friday, 26 April 2024
ePaper   
Logo
পোস্তগোলায় বিষাক্ত জেলি পুষকৃত চিংড়ি জব্দ

পোস্তগোলায় বিষাক্ত জেলি পুষকৃত চিংড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার পোস্তগোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার ৭০০ কেজি বিষাক্ত জেলি পুষকৃত চিংড়ি জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি ২০২৩ আনুমানিক রাত ০১৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট শাম্‌স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে ঢাকা জেলার পোস্তগোলা ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে খুলনা থেকে চট্টগ্রাম গামী ০১ টি ট্রাক তল্লাশী করে আনুমানিক ৩ হাজার ৭০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এসময় জব্দকৃত জেলী পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও উপ-সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন