ডার্ক মোড
Saturday, 20 April 2024
ePaper   
Logo
পেশাদার সাংবাদিকদের শীর্ষ সংগঠনকে বাদ দিয়ে এ আলোচনা কোনভাবেই গ্রহণযোগ্য হবে না : বিএফইউজে

পেশাদার সাংবাদিকদের শীর্ষ সংগঠনকে বাদ দিয়ে এ আলোচনা কোনভাবেই গ্রহণযোগ্য হবে না : বিএফইউজে

নিজস্ব প্রতিবেদক

আজ এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আইনমন্ত্রী নাগরিক সমাজের সাথে আলোচনা শুরু করেছেন।

কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির সাথে আলোচনায় অন্যতম অংশীদার ছিল বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। বর্তমান আলোচনাতেও সাংবাদিক সমাজের প্রতিনিধিত্বকারী হিসেবে বিএফইউজেযুক্ত করার দাবি জানাই।

পেশাদার সাংবাদিকদের শীর্ষ সংগঠনকে বাদ দিয়ে এ আলোচনা কোনভাবেই গ্রহণযোগ্য হবে না।

সাংবাদিক ও সংবাদ মাধ্যম কর্মীদের ক্ষেত্রে এ আইনের অপব্যবহার বন্ধ রাখতে হবে। বিএফইউজে’র সাথে আলোচনার মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার অন্তরায় ধারা সংশোধনের দাবি জানাই।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন