ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলারকে জরিমানা

পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলারকে জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রয়ে অনিয়মের অভিযোগে ডিলারকে অর্থদন্ড করা হয়।

বৃহস্পতিবার বাসস্ট্যান্ড সংলগ্ন শেখ রায়হান পারভেজ ডিলার চাল বিক্রয়ে অনিয়ম করছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বিক্রয় কেন্দ্র পরিদর্শন করে অনিয়মের সত্যতা পান।

পরে ডিলার শীপের অঙ্গীকার নামার ১০নং শর্ত ভঙ্গ করায় অনিয়মকৃত চাউলের দ্বিগুণ মূল্য হিসেবে সংশ্লিষ্ট ডিলার শেখ রায়হান পারভেজকে ২৮ হাজার ৩৩৭ টাকা অর্থদন্ড করেন।

অর্থদন্ডের টাকা আগামী রোববার সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য পত্রের মাধ্যমে ডিলারকে অবহিত করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল, শিহাব বাবু ও আনসার সদস্য রাকিব।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন