ডার্ক মোড
Saturday, 15 March 2025
ePaper   
Logo
পদযাত্রা প্রত্যাহার ইনকিলাব মঞ্চের, নতুন কর্মসূচি ঘোষণা

পদযাত্রা প্রত্যাহার ইনকিলাব মঞ্চের, নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

শহীদ মিনারে সমাবেশ করা বাম সংগঠনগুলো তাদের গণমিছিল প্রত্যাহার করায় শহীদ মিনারের উদ্দেশে পদযাত্রা স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। তারা শাগবাগ থেকে পদযাত্রা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট পর্যন্ত গিয়ে আবার শাহবাগে ফিরে আসেন। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ এপ্রিল শাহবাগে ‘শহীদী সমাবেশ’ করা হবে।

শনিবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় পদযাত্রা কর্মসূচি প্রত্যাহার করে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে ২ দফা দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী।

ইনকিলাব মঞ্চের দাবিগুলো হলো-

১. জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচার করতে হবে।

২. গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

কর্মসূচি ঘোষণা করে শরীফ উসমান হাদী বলেন, ২৫ এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় আওয়ামী লীগের নিষিদ্ধ ও জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচারের দাবিতে আমরা শাহবাগে ‘শহীদী সমাবেশ’ কর্মসূচি ঘোষণা করলাম। এদিন জুলাই শহীদদের বাবা মায়েরা, শাপলার শহীদদের বাবা-মায়েরা, পিলখানায় শহীদদের সন্তানেরা উপস্থিত থাকবেন। তবে এর আগে যদি লাকী আক্তার গং আবার কোথাও দাঁড়াতে চায় আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তাদের রুখে দেব।

তিনি আরও বলেন, শাহবাগে যারা ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে। আমরা জানতে পেরেছি, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ হাজার কোটি টাকা খরচ করছে। জাতিসংঘের মহাসচিবের সামনে দেশকে অস্থিতিশীল হিসেবে দেখাতে এই প্রচেষ্টা করছে শাহবাগিরা। আজ যদি আমরা শাহবাগে অবস্থান না করতাম তারা আবার শাহবাগ দখল করে আরেকটা শাহবাগ করত।

তারা আজকে শহীদ মিনারে ১০ মিনিট দাঁড়িয়েই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। সেজন্য আমরা আজকে আর শহীদ মিনারে যাইনি। এরপর তোমরা যেখানেই দাঁড়াবা আমরা সেখানেই তোমাদের প্রতিহত করতে যাব। এ দেশে আর কোনো শাহবাগ কায়েম করতে দেব না আমরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন