ডার্ক মোড
Wednesday, 04 December 2024
ePaper   
Logo
পত্নীতলায় জাতীয় কবির ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

পত্নীতলায় জাতীয় কবির ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় উপজেলা কবি পরিষদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।

রোববার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় পত্নীতলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় নজিপুর বাসস্ট্যান্ডে উক্ত আলোচনা সভায় কবির জীবন ও সাহিত্য কর্মের উপর মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা কবি পরিষদের সভাপতি কবি গুলজার রহমান, উপজেলা কবি পরিষদের সিনিয়র সহসভাপতি ও পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইউনুছার রহমান, উপজেলা কবি পরিষদের সাধারণ সম্পাদক ও পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ, উপজেলা কবি পরিষদের সাংগঠনিক সম্পাদক ছানাউল হোসাইন, নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন প্রমুখ। আলোচনা শেষে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন এর উপজেলা লাইব্রেরীয়ান মাও. মোহা. মাসুদ আলী।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১২ ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন