
নোয়াজিষপুরে হক কমিটির ইফতার সামগ্রী বিতরণ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াজিষপুর শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানুল মোবারক ও মহান ২২শে চৈত্র গাউসুল আযম বিল বেরাসত হযরত মাওলানা শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.)'র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার সংগঠনের দায়রা শরীফে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মোহাম্মদ তসলিম উদ্দীন। সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান উদ্দীন বাবলু ও কার্যকরী মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াজিষপুর শাখার উদ্যোগেসদস্য মোহাম্মদ সুমন চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদেন সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার, সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ আলী মাস্টার,আনিস উল খাঁন বাবর, মৌলানা তরিকুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা সদস্য কাজী হেলাল উদ্দিন,বেদারুল ইসলাম,আবু আলম চৌধুরী বাবুল, মোহাম্মদ মুসা,জয়নাল আবেদীন মাষ্টার, ইদ্রিস মিয়া, শেখ মাঈনুদ্দীন,মোহাম্মদ দিদারুল আলম, নাছির উদ্দীন, ফরিদ উদ্দিন,কাজী এরশাদুল ইসলাম জুয়েল,মৌলানা সাজ্জাদ হোসাইন,ডাক্তার হাফিজুর রহমান।
হলদিয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আমির হাটস্থ মোহম্মদীয় কমিউনিটি সেন্টারের অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মুছলেহ উদ্দিন।
উপজেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য মহিউদ্দিন জীবনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য আবু জাফর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট দানবীর জে , এ, এম ইকবাল হাসান, রাউজান উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব নূরুল হুদা চেয়ারম্যান, রাউজান পৌরসভার বিএনপি যুগ্ম আহবায়ক কাজী আনিসুজ্জামান সোহেল, চট্টগ্রাম উত্তর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউসুফ তালুকদার, বিএনপি সদস্য আবুল কাসেম, হলদিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সৈয়দ কামাল উদ্দিন, আল্লামা শাস্তার খান আজহারী, হলদিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুন উর রশিদ বাবুল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, বিএনপি নেতা মনছুর মাস্টার, এস এম নাসির উদ্দিন, হোসেন মাস্টার,আবুল খায়েল মাস্টার, নূরুল আলম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি তসলিম উদ্দিন ইমন, বিএনপি নেতা আহমেদ মিয়া মেম্বার শাহাদাত হোসেন চৌধুরী টিপু, জহুর আহমেদ, সোলাইমান, মোহাম্মদ শফি, কামাল উদ্দিন, সেলিম উদ্দিন, দিদারুল আলম প্রমুখ।