ডার্ক মোড
Friday, 28 February 2025
ePaper   
Logo
নির্বাচন কমিশনের নিরাপত্তা বাড়ানো হচ্ছে

নির্বাচন কমিশনের নিরাপত্তা বাড়ানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

নিরাপত্তা বাড়ানো হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি)। নিরাপত্তা বাড়াতে ইতোমধ্যে সংস্থাটি ৮টি নির্দেশনা দিয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসির উপসচিব সহিদ আব্দুস ছালাম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন ভবনের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং কর্ম উপযোগী পরিবেশ সংরক্ষণের জন্য অপ্রয়োজনীয় যাতায়াত, অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশ সীমিত করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের প্রবেশপথ বহিঃবেষ্টনী ও অভ্যন্তরে যাতায়াত নিয়ন্ত্রণের জন্য নিচের পদ্ধতি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

(১) নির্বাচন ভবনে প্রবেশ ও অবস্থানকালীন সময়ে অফিসিয়াল প্রবেশপত্র/পরিচয়পত্র ব্যবহার করে প্রবেশ করতে হবে এবং তা ঝুলিয়ে রাখা থাকবে।

(২) কার্ডধারী কর্মকর্তা/কর্মচারী নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবনে প্রবেশের পূর্বে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ব্যবহার করবেন এবং সঙ্গে বহনকৃত ব্যাগ/বস্তু ব্যাগেজ স্ক্যানারে মাধ্যমে স্ক্যান করা নিশ্চিত করবেন।

(৩) কার্ডধারী কর্মকর্তা/কর্মচারীরা ভবনে প্রবেশ ও প্রস্থানকালে Flap Barrier Turnstile Entrance Access Control ব্যবহার করে সুনির্দিষ্ট গেটের মাধ্যমে ডিজিটাল হাজিরা নিশ্চিত করবেন।

(৪) দর্শনার্থী/সেবা প্রত্যাশীরা নির্বাচন ভবনে প্রবেশের ক্ষেত্রে প্রবেশকারীর তথ্য রেজিস্টার/কম্পিউটারে লিপিবদ্ধ করে ভিজিটর কার্ড গ্রহণপূর্বক দর্শনীয়ভাবে তা গলায় ঝুলিয়ে Flap Barrier Turnstile Entrance Access Control গেট দিয়ে প্রবেশ করবেন।

(৫) দর্শনার্থী/সেবা প্রত্যাশীরা ভবনের যে তলায় প্রবেশাধিকার পাবেন তিনি শুধুমাত্র সেখানেই যাবেন এবং প্রয়োজনীয় সময় পর্যন্ত অবস্থান করবেন। নির্বাচন ভবন ত্যাগ করার পূর্বে ভিজিটর কার্ড ফেরত প্রদান করবেন।

(৬) কোন কর্মকর্তা/কর্মচারী অফিস চলাকালীন সময়ে বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ব্যতিরেকে নির্বাচন ভবনের বাইরে যাবেন না।

(৭) অফিস ত্যাগের পূর্বে সবাই আবশ্যিকভাবে স্ব-স্ব অনুবিভাগ/অধিশাখা/শাখার নথিপত্র নিরাপদে সংরক্ষণ করার পাশাপাশি কম্পিউটার সামগ্রী, এসি, বৈদ্যুতিক ফ্যান, মাল্টিপ্লাগ, লাইট, দরজা-জানালা ইত্যাদি বন্ধ করে অফিস ত্যাগ করবেন।

(৮) দাপ্তরিক প্রয়োজন ব্যতীত কোনো কর্মকর্তা/কর্মচারী ভবন বা স্বীয় দপ্তরে অতিরিক্ত সময় অবস্থান করবেন না।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন