নিউইয়র্কে আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক
যুক্তরাষ্ট্র ব্যুরো
আমেরিকায় সাংবাদিকদের অন্যতম প্রতিষ্ঠান আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
নিউইয়র্ক সিটির উডসাইডের একটি পার্টি হলে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
২০২৫-২০২৬ মেয়াদে নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রেসক্লাব পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, আইনজীবি, কবি, লেখক, সংস্কৃতি এবং সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফারাহ হাসিন ও দর্পণ কবীরের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শওকত ওসমান রচি। এতে অতিথি হিসেবে উপস্থি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেট এর কনসাল জেনারেল নাজমুল হুদা। তিনি বলেন, বাংলাদেশী কমিউনিটি বিনির্মানে প্রেস ক্লাব ভূমিকা রাখছে।
আজকাল পত্রিকার সম্পাদক এবং কমিউনিটির জনপ্রিয় মুখ শাহনেওয়াজ তাঁর বক্তব্যে বস্তনিষ্ঠ সংবাদ প্রচারেও সাংবাদিকরা জোরালো ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। সঅনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, এটর্নী মঈন চৌধুরী এবং উৎসব গ্রুপের সিইও রায়হান জামান।
আরও বক্তব্য রাখেন প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাবেক সভাপতি ও দেশকন্ঠের সম্পাদক দর্পণ কবীর।
অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান সাধারন সম্পাদক মশিউর রহমান মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল হক মঞ্জু, যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক।
এর আগে প্রেসক্লাবের সাবেক সদস্য প্রয়াত আব্দুল হাই স্বপনের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন অনীক রাজ, লিনি সাবরিন, নাজু আকন্দ ও চন্দন চৌধুরী। জনপ্রিয় গানুগুলো পরিবেশন করে দর্শকদের বিনোদিত করেন শিল্পীরা।