নাইক্ষ্যংছড়িতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সবুজ দলের জয়লাভ
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ বালিকা( অনুর্ধ-১৭) ফাইনাল খেলায় সবুজ দল ট্রাইবেকারে ৩গোলে লাল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হয়।
রবিবার(২৫ জুন) বিকাল ৪টায় বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় একদিকে অংশ গ্রহণ করেন বালিকা লাল দল, আর একদিকে অংশ গ্রহণ করেন বালিকা সবুজ দল। খেলার প্রথমার্ধের ১০মিনিটের মাথায় সবুজ দল ১গোল করে এগিয়ে থাকলেও ২০মিনিটের মাথায় লাল দল সবুজ দলকে ১গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনতে সক্ষম হয়।
খেলার দ্বিতীয়ার্ধে লাল - সবুজ কোন দলই গোল করতে না পারায় খেলা সরাসরি ট্রাইবেকারে চলে যায়। ট্রাইবেকারে সবুজ দল ৩গোলে জয়লাভ করতে সক্ষম হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আলম কোম্পানি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আবদুস সাত্তার,ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এন কে রাসেদ প্রমুখ।
খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি মো.হোসাইন ও তার দুই সহযোগী।