ডার্ক মোড
Friday, 29 March 2024
ePaper   
Logo
নাইক্ষ্যংছড়ি বাজারে দুই জনকে জরিমানা ও পলিথিন জব্দ

নাইক্ষ্যংছড়ি বাজারে দুই জনকে জরিমানা ও পলিথিন জব্দ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সদর ইউনিয়নের বাজারে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড ও অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে ।

রবিবার(২৩জানুয়ারি) বিকাল ৪টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সদর ইউনিয়নের বাজারের শাহাজাহান স্টোরের মো.শাহাজাহান(৩৮)ও আলম স্টোরের মোঃ.খায়রুল আলম(৪০)কে আইন অমান্য করে পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ পলিথিন ব্যাগ রাখার দায়ে ব্যবসায়ীদের প্রত্যেককে ১০০০টাকা করে মোট ২০০০টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মোট ০৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা বলেন,পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর একটি দ্রব্য। পরিবেশ সুরক্ষায় নিয়মিত এই ধরণের অভিযান পরিচালনা করা করা হবে।

উক্ত অভিযানে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা প্রদান করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন