ডার্ক মোড
Friday, 26 April 2024
ePaper   
Logo
নাইক্ষ্যংছড়িতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা সম্পন্ন

নাইক্ষ্যংছড়িতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা সম্পন্ন

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নাইক্ষ্যংছড়িতে উপজেলা পর্যায়ের শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা এবং অ্যাথলেটিকস ফেডারেশনের পতাকা উত্তোলন,মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ,বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।

এরপর অনুষ্ঠিত হয় বর্ণিল শোভাযাত্রা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ,অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রোমেন শর্মা এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আবছার ইমন।

দিনব্যাপী বালক ও বালিকাদের মোট ৩২টি ইভেন্ট শেষে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী মোট ১১৪ জন প্রতিযোগী ও ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের হাতে সনদ ও ট্রফি প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রোমেন শর্মা বলেন,শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার মধ্য দিয়ে উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হয়েছে।

জানা যায়,বিগত ২৩ জানুয়ারি ইউনিয়ন পর্যায়ে তিনটি ক্লাস্টারে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীরা উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে এবং এতে উপজেলা পর্যায়ে ১১৪ জন বিজয়ী প্রতিযোগী পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যানুয়ান চাক, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল,যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল,যুগ্ম সাধারণ সম্পাদক বদর উল্লাহ বিন্দু, কোষাধ্যক্ষ ইরফান মাহবুব রায়হান,উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন