ডার্ক মোড
Sunday, 20 July 2025
ePaper   
Logo
নতুন বাংলাদেশ বির্নিমানে জাতিসত্ত্বার বৈচিত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে :হাসনাত আব্দুল্লাহ

নতুন বাংলাদেশ বির্নিমানে জাতিসত্ত্বার বৈচিত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে :হাসনাত আব্দুল্লাহ

 
 
সোহেল কান্তি নাথ, বান্দরবান
 
বান্দরবানে বিভিন্ন জাতিসত্ত্বার মিলন ঘটলেও দু:খজনক বিষয় যে সেটির সাংবিধানিক স্বীকৃতি আপনারা পাইনি।
 
বাংলাদেশের সংবিধান যদি লক্ষ্য করি সেখানে বাহাত্তর পরিবর্তিতে বিভিন্ন জাতিসত্ত্বাকে স্বীকৃতি না দিয়ে সবাইকে জোর করে বাঙ্গালী বানানোর অপচেষ্টা ছিল।
 
শনিবার রাত ৮টায় বান্দরবান প্রেসক্লাব চত্ত্বরে জাতীয় নাগরিক পার্টি কর্তৃক আয়োজিত এনসিপির পথ সভায় এসব কথা বলেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাম আব্দুল্লাহ। এসময় তিনি আরো বলেন, সকল জাতি গোষ্ঠীর যে ভাষাগত ও ধর্মীয় বৈচিত্র্যতা রয়েছে সেগুলোর প্রতি এনসিপি সব সময় শ্রদ্ধাশীল। সেজন্য পরবর্তী বাংলাদেশ বির্নিমানের ক্ষেত্রে আমাদের ভাষাগত, ধর্মীয় ও জাতিগত যে বৈচিত্রতা রয়েছে তা সংবিধানে স্বীকৃতি দেয়া হবে। তিনি আরও বলেন, পাহাড় কিংবা সমতল দুটি মিলেই বাংলাদেশ, তাই পাহাড়ের যেসব সমস্যাগুলো রয়েছে সেসব সমস্যাগুলো আলোচনার মধ্যদিয়ে সমাধান হোক। এসময় নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। 
 
চট্টগ্রাম অঞ্চলের অন্যতম সমন্বয়ক তালাত মাহমুদ রাফি বলেন, খাগড়াছড়িতে যে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে, সেখান থেকে স্পষ্ট বলতে চাই আমদের অবস্থান ধর্ষণের বিরুদ্ধে। চাঁদাবাজের বিরুদ্ধে। আমরা নতুন বাংলাদেশ চাই' যেখানে পাহাড় সমতলে কোন ভেদাভেদ থাকবে না, যেখানে ধর্মের ভেদাভেদ থাকবে না' এদেশ আপনার' এদেশ ভালো হলে আপনি ভালো। এদেশ সবার' এদেশে নিজের অধিকার নিজেই আদায় করে নিতে হবে। যারা দিল্লি পালিয়ে গেছে তাদেরকে কাঠ গড়ায় দাড় করাবো। যারা দেশের মানুষ, আমাদের ভাই-বোনদের হত্যা করেছে তাদের সবাইকে কাঠ গড়ায় দাড়াতেই হবে। আমরা বিচার ও সংস্কারে একমত। বিচার এবং সংস্কারের পরে নির্বাচন' এর আগে তথাকথিত নির্বাচন চাইনা বলেও মন্তব্য করেন এই সমন্বয়ক। 
 
এনসিপির মূখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বান্দরবানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা উন্নতি না করে গত ১৫ বছর ধরে নিজেদের পকেট ভরাতে বান্দরবানবাসীদের সুবিধা থেকে বঞ্চিত রেখেছে। বর্তমানে এই জেলায় জাতিগোষ্ঠীর সমস্যা রয়েছে' ভবিষ্যতে যদি সরকার গঠন করি আমরা সকলের মধ্যে ঐক্যবদ্ধভাবে নতুন কাঠামালা তৈরী করে বান্দরবান ও পাশ্ববর্তী জেলা রয়েছে প্রতিটি সমস্যার সমাধানে সংবিধানে সবাইকে অন্তর্ভুক্ত করা সুযোগ সৃষ্টি করব। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর দলের বিভিন্ন পক্ষগোষ্টির ইন্ধনে পরিবেশ বিভেদ সৃষ্টি রাখা হয়েছে। সেই বিভাদের দালান কুড়ে ভবিষ্যতে নতুন বাংলাদেশ গড়তে, সংস্কার প্রক্রিয়া গঠনে ও ভবিষ্যতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া গঠনের মাধ্যমে বান্দরবানকে নতুনভাবে গড়ে তোলা হবে। 
 
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বহু জাতিসত্তা রয়েছে যারা বাংলাদেশের যুগযুগ ধরে বসবার করে আসছে। ৭২ এর যে সংবিধান তৈরী করা হয়েছিল সেই সংবিধানের সকল জাতিগোষ্ঠীর ও ধর্মকে অন্তর্ভুক্ত করতে পারি নাই। যে মুজিবাদী সংবিধান এই সংবিধান গোড়া থেকে ফ্যাসিস্ট সংবিধান ছিল। যার কারণে রাষ্ট্র ও সমাজে বিভাজন করে রাখা হয়েছে এই মুজিববাদ সংবিধানের মাধ্যমে। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই বিভাজন দূর হয়েছে বলে সকলে ঐক্যবদ্ধ জায়গায় পৌছাতে পারেছি। তিনি আরো বলেন, নাহিদ বলেন, এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে বহু ভাষা বহু সংস্কৃতি মিলন ঘটবে। সকল জনগোষ্ঠীর সাংস্কৃতিক এবং ধর্মীয় অধিকার প্রতি শ্রদ্ধার রাখার পাশাপাশি জাতিগোষ্ঠী সংস্কৃতি ঐতিহ্য অখন্ডততা রক্ষা করতে চাই। তিনি বলেন, আমাদের এই পদযাত্রা পন্ড করতে একটি পক্ষ উঠে পড়ে লেগে আছে, সে পক্ষটি কে আপনারা ভালো করেই জানেন। আজকেও কক্সবাজার থেকে বান্দরবান আসার পথে চকরিয়ায় আমাদেরকে হামলার চেষ্টা চালিয়েছে। যার কারণে সঠিক সময়ে বান্দরবানে আসতে পারি নাই, তার জন্য দু:খ প্রকাশ করেন এই ছাত্র নেতা। 
 
বান্দরবানে পথ সভায় অংশ নেয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক তালাত মাহমুদ রাফি ও এনসিপির কেন্দ্রীয় কমিটির অন্যান্য সমন্বয়করাসহ বান্দরবান এনসিপির প্রধান সমন্বয়ক শহীদুল ইসলাম সোহেল উপস্থিত ছিলেন। 
 
এদিকে বান্দরবানে এনসিপির পদযাত্রাকে ঘিরে লোকে লোকারণ্যে পরিণত হয় সমাবেশ স্থল। এছাড়াও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন