ডার্ক মোড
Friday, 19 April 2024
ePaper   
Logo
নকলা প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নকলা প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে নকলা প্রেস ক্লাবের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করা হয়েছে।

রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন ও সন্ধ্যায় প্রেসক্লব অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকার বাবুর দিক নির্দেশনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। এসময় প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজাসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাগন এবং শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিন ইফতারের পরে প্রেসক্লব অফিসে ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন- সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন ও মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা প্রমুখ। বক্তারা বাঙালি জাতির পিতা ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জীবনাদর্শের উপর এবং মহান স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব ও তাৎপর্যের উপর বিস্তারিত আলোকপাত করেন।

এসময় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য আলহাজ্ব মাহবুবুর রহমান, আব্দুর রফিক, এম.এফ জামান ফারুক, সীমানুর রহমান সুখন, মোশাররফ হোসেন শ্যামল ও রেজাউল হাসান সাফিতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন