ডার্ক মোড
Thursday, 27 February 2025
ePaper   
Logo
ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

বেরোবি প্রতিনিধি

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি নিশ্চিতের দাবিও জানানো হয়েছে এই মিছিল থেকে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি লালবাগ ও খামার মোড় নেসকো ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা নারীদের ভয়ভীতি প্রদর্শন করছে, ধর্ষণ করছে অতিদ্রুত তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে কঠোর আন্দলোনের ডাক দেওয়া হবে।

বেরোবি শিক্ষার্থী স্বর্ণা খাতুন আমরা যে সুন্দর নিরাপদ বাংলাদেশের জন্য আন্দোলন করেছি আজ তার অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না। আগে যেমন আমাদের ন্যায্য দাবি আদায় করতে রাস্তায় দাঁড়াতে হতো, এখনও আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। অতিদ্রুত ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। যাতে করে কেউ কোনো নারীর দিকে খারাপ নজরে তাকাতে না পারে।

বেরোবি শিক্ষার্থী আছমা আক্তার বলেন, আমাদের নারীদের নিরাপত্তা কোথায়? কখন আমরা নির্ভয়ে থাকতে পারবো? যতক্ষণ পর্যন্ত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

শিক্ষার্থী আশিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, দেশের আপামর সাধারণ মানুষ আপনাদের গদিতে বসিয়েছে। এখন আপনারা যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হন। ধর্ষণের বিচার করতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন। আমরা আর কোনো অন্যায় সহ্য করবো না। অতিদ্রুত ধর্ষকদের শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন