ডার্ক মোড
Saturday, 20 April 2024
ePaper   
Logo
দোহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দোহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলায় রোববার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও স্বাধীনতা যুদ্ধে জাতীর শ্রেষ্ট সন্তান বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটি পালিত হয়।

প্রতিবছরের মতো এবারও সরকারি-বেসরকারি উদ্যোগে বেশ জাঁকজমক পূর্নভাবে দিবসটি পালন করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবিন্দরা।৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, পৌরসভা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পৌরসভা-উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি,কৃষক লীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

বেলা ১১টায় জয়পাড়া পাইলট স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোবাশে^র আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.আলমাছ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক নুরল হক বেপারী, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোস্তফা কামাল,উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.জসিম উদ্দিন,পৌরসভা নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান,উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হানিফ মোর্শেদী,উপজেলার ৮টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও পৌরসভার জনপ্রতিনিধিগণ।
দোহার,ঢাকা।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন