ডার্ক মোড
Saturday, 20 April 2024
ePaper   
Logo
দেশের তরুণ জনগোষ্ঠির মধ্যে আয়োডিনের ঘাটতি প্রতিরোধে ইউথাইরয়েড-২ প্রকল্পের সাথে কাজ করছে বিইউএইচএস

দেশের তরুণ জনগোষ্ঠির মধ্যে আয়োডিনের ঘাটতি প্রতিরোধে ইউথাইরয়েড-২ প্রকল্পের সাথে কাজ করছে বিইউএইচএস

নিজস্ব প্রতিবেদক

হরাইজন ইউরোপ নামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আয়োডিন গ্রহণে সচেতনতা বিকাশে ইউরোপ-সহ বিাভন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে আড়াই মিলিয়ন ইউরো প্রদান করেছে। চার বছর মেয়াদী ইউথাইরয়েড-২ নামক এই প্রকল্প এসব দেশের তরুণ জনগোষ্ঠি বিশেষ করে মহিলাদের মধ্যে আয়োডিন গ্রহণে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই অনুদান প্রদান করে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস এই প্রকল্পের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে দেশের তরুণ প্রজন্মের নর-নারীদের মধ্যে আয়োডিন গ্রহণে সচেতনতা বিকাশে কাজ করবে। গর্ভকালীন সময় মায়েদের অপর্যাপ্ত আয়োডিন গ্রহণের ফলে শিশুদের মস্তিস্ক স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় যা তাদের মেধা বিকাশের অন্তরায়।

এমনকি স্বল্প পরিমাণে আয়োডিন গ্রহনের কারণে স্কুলগামী শিশুদের বুদ্ধি বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। প্রথম ইউথাইরয়েড কনসোর্টিয়ামে মানব স্বাস্থ্যের জন্য আয়োডিন ঘাটতি নিবারণ করতে জন সচেতনতা তৈরি করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

ইউরোপীয় কমিশনের সাম্প্রতিক গবেষণার আলোকে এই প্রকল্প বিভিন্ন দেশের রোগতত্ত¡ বিশেষজ্ঞ, পুষ্টিবিদ ও স্বাস্থ্য-অর্থনীতিবিদ তথা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে সমন্বিতভাবে মানব স্বাস্থ্যের স্বাভাবিক বিকাশের জন্য আয়োডিন ঘাটতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস-এর উপাচার্য এবং থাইরয়েড বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরিদুল আলম বলেন, “তরুণ জনগোষ্ঠি, গর্ভকালীন মা ও নবজাতক শিশুদের মানসিক স্বাস্থ্য বিকাশে পর্যাপ্ত পরিমাণ আয়োডিন গ্রহণ আবশ্যক, কিন্তু বিষয়টি না জানার কারণে আমাদের দেশে প্রতিবছর হাজার হাজার শিশু স্থুল বুদ্ধি নিয়ে জন্মগ্রহণ করে এবং বেড়ে ওঠে। ইউথাইরয়েড-২ প্রকল্প পরিমানমত আয়োডিন গ্রহণে ব্যাপক জন সচেতনতা তৈরি করবে”।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন