ডার্ক মোড
Thursday, 27 February 2025
ePaper   
Logo
দুর্গাপুরে প্রতিনিধি কমিটি দিল জাতীয় নাগরিক কমিটি

দুর্গাপুরে প্রতিনিধি কমিটি দিল জাতীয় নাগরিক কমিটি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ৫২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। জুলাই'২৪ ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবার, আহত আন্দোলনকারীর সমন্বয়ে গঠিত হয়েছে এ কমিটি।

বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করেছেন। দুর্গাপুরে প্রতিনিধি কমিটির সুপারিশ করেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহবায়ক মনিরা শারমিন।

প্রতিনিধি কমিটির সদস্যরা হলেন, আতাউর রহমান, রাকিবুল ইসলাম, মাসুম আলী, সোহেল রানা, নাজিম উদ্দিন শেখ, মোহাম্মদ মিঠু, নাজমুল হোসেন, রাকিবুল ইসলাম, ইয়াকুব আলী, আমিনুল ইসলাম, আকতার আলী, শিমুল রানা, নাদিম, সুমন রেজা, উজ্জল হোসেন, হাবিব, নাহিদ, সিজান ইসলাম, এনামুল হক, বিজয়, মাযেন উদ্দিন, মোকাররম হোসেন, মোশারফ হোসেন, এমদাদুল হক,আরিফুল ইসলাম, শাহিন আলম, আনিছুর রহমান, রকিব উদ্দিন, মেহেদী হাসান, সোহেল রানা, মোস্তাকিম, আব্দুল ওয়াদুদ, আনিছুর রহমান, ফয়সাল কবির শুভ, এনামুল হক, জামিলুর রহমান জনি, আরমান আলী, মাহফুজুর রহমান, মুরাদ ইসলাম, জনি, সুমন, সেলিম উদ্দিন, আলামিন, জিয়াউর রহমান, মিলন, ছাব্বির হোসেন, এনামুল হক, মযেন উদ্দিন, আরিফুল ইসলাম, জসিম উদ্দিন, শাহজাহান, রবিন হোসেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে এ বছরের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হয়। এই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে তাদের উদ্যোগে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। ‍‍`অভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করে তারুণ্যনির্ভর‍‍` একটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে জাতীয় নাগরিক কমিটি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন