ডার্ক মোড
Friday, 29 March 2024
ePaper   
Logo
ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানি অধ্যাপকের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানি অধ্যাপকের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি

জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কিচি ওগায়া সোমবার (১৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করেন।

এছাড়া উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, ছাত্র ও গবেষক বিনিময় নিয়েও তারা ফলপ্রসূ মতবিনিময় করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ ও আধুনিক ভাষা ইনস্টিটিউটে জাপানের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনায় অব্যাহত সহযোগিতার জন্য জাপান সরকারের ভূয়সী প্রশংসা করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসায় এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য জাপানি অধ্যাপক ড. কিচি ওগায়াকে আন্তরিক ধন্যবাদ জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন