ডার্ক মোড
Thursday, 18 April 2024
ePaper   
Logo
ঢাবিতে বঙ্গমাতা বক্তৃতামালা অনুষ্ঠিত

ঢাবিতে বঙ্গমাতা বক্তৃতামালা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর উদ্যোগে বঙ্গমাতা বক্তৃতামালার ২য় বক্তৃত ( ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেন্টারের পরিচালক অধ্যাপক ড. তানিয়া হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘নারীর চয়নের ক্ষমতা ও কণ্ঠস্বর: বিশ্বপ্রেক্ষিত’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তর এবং দারিদ্র্য দূরীকরণ বিভাগের ভূতপূর্ব পরিচালক ড. সেলিম জাহান। সংসদ সদস্য আরমা দত্ত আলোচনায় অংশ নেন।

প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উন্নত সমাজ বিনির্মাণে নারীদের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে বলেন, এক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি পরিবারকে মূখ্য ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, নারী সমাজের উন্নয়নে বিভিন্ন কুসংস্কার দূর করতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষা জোরদার করতে হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে।

বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নানাভাবে নারীর ক্ষমতায় হস্তক্ষেপ ও কন্ঠস্বর অবরুদ্ধ করা হচ্ছে। বাংলাদেশে এই চিত্র অনেকটাই পরিবর্তন হয়েছে উল্লেখ করে তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে নারী ক্ষমতায়ন ও নারী সমাজের উন্নয়নে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন