ডার্ক মোড
Friday, 19 April 2024
ePaper   
Logo
ঢাবিতে অধ্যাপক ড. এস. এইচ. মাহমুদ ট্রাস্ট ফান্ড’ গঠন

ঢাবিতে অধ্যাপক ড. এস. এইচ. মাহমুদ ট্রাস্ট ফান্ড’ গঠন

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘অধ্যাপক ড. এস. এইচ. মাহমুদ ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ট্রাস্ট ফান্ড গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. এস. এইচ. মাহমুদ তাঁর নামে এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে ২৫ লাখ টাকার একটি চেক রোববার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ-এর কাছে হস্তান্তর করেন।

উপাচার্য দফতরে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।

এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের এমএস পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত একজন শিক্ষার্থীকে গোল্ড মেডেল এবং প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ৪ জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহিত ও অনুপ্রাণিত হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন