ডার্ক মোড
Saturday, 20 April 2024
ePaper   
Logo
জৈন্তাপুরে শরীফের কুল বাগান সাফল্যের হাতছানি

জৈন্তাপুরে শরীফের কুল বাগান সাফল্যের হাতছানি

সিলেট ব্যুরো

বল সুন্দরী জাতের কুল চাষ করে সাফল্যের হাতছানি দেখছেন জৈন্তাপুরের কৃষক শরিফ আহমদ। জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল (ববরবন্দ) গ্রামে প্রায় ৩ একর ৩৩ শতাংশ জমিতে উন্নত জাতের বল সুন্দরী জাতের বাগান করেছেন তিনি।

শরীফের সাথে কথা বলে জানা যায়, উপজেলা কৃষি অফিস জৈন্তাপুরের পরামর্শ ও পরিকল্পনায় তিনি ব্যবসার আন্যান্য কৃষির পাশাপাশি ৩ একর ৩৩ শতাংশ জমিতে কুল চাষ করেন। বর্তমানে তাঁর বাগানে রয়েছে ১৫শত কুল গাছ।

কুল চাষ শুরু করার ৮ মাসের মধ্যে আশাতীত ফলন এসেছে বাগানে। চলতি বছর বাগান হতে আত্মীয় স্বজন সহ ৩০-৪০ হাজার টাকার কুল বিক্রি করছেন। চলতি বৎসরের বন্যা ও ঘুর্ণীঝড় সিতরায়ের কারনে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে ৷ তবে তিনি আশাবাদী পরিবেশ পরিস্থিতি টিক থাকলে আগামী বৎসর তার বাগান হতে ৮ হতে ১০লক্ষ টাকার ফলন পাবেন৷

বল সুন্দরী জাতের কুল খেতে মিষ্টি ও সুস্বাদু, বাজারেও এর চাহিদাও ব্যাপক। বাগানেই ১শত টাকা কেজি ধরে কুল বিক্রিয় করেছেন বাজারে যেতে হয়নি৷

জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা বেগম বলেন, উপজেলা কৃষি অফিসের মাথ্যমে ও ফিল্ড সুপারভাইজারের সুপরামর্শে কৃষক শরিফ আহমদ কুল বাগানটি করেছেন। বাগানটি কয়েকবার পরিদর্শন করে কৃষক শরিফকে পরামর্শ ও উৎসাহ দিয়েছেন। প্রাকৃতিক দূর্যোগ এবং চারা নতুন থাকার পরও তিনি ভাল ফলন পেয়েছেন৷ আগামী বৎসর তিনি ভাল ফলন পাবেন৷

কৃষি কর্মকর্তা আরও বলেন, যাদের অনাবাদি জমি রয়েছে এবং এরকম ফসল ফলাতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করলে তাদের সার কিটনাশক ও পরামর্শ প্রশিক্ষণ দেওয়া হবে৷

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন