জামালপুরে র্যাবের অভিযানে ধর্ষক আটক
জামালপুর প্রতিনিধি
জামালপুর র্যাব-১৪’র অভিযানে ধর্ষক আলাল উদ্দিন (৩২)কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আলাল উদ্দিন শেরপুর জেলার নালিতাবাড়ির পোড়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শুক্রবার (১২ মে) বিকেল ৪টার দিকে জামালপুর সদর থানার তুলশীপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
র্যাব-১৪’র স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, ১৭ ফেব্রæয়ারি একই উপজেলার তোয়ালকুচি গ্রামের মনিরুজ্জামান কৃষি কাজের জন্য মাঠে চলে যায়। মনিরুজ্জামানের ছেলে সৌরভকে বিড়ালে কামড় দেয়। মা সহিতন খাতুন (৪৫) সৌরভকে নিয়ে হাসপাতালে যায়।
এ সুযোগে মনিরুজ্জামানের এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে আলাল উদ্দিন। ইতোমধ্যেই পিতা আলাল উদ্দিন বাড়িতে এসে তার কিশোরী মেয়েকে ইজ্জত হরণের দৃশ্যটি হাতেনাতে দেখে ধর্ষক আলাল উদ্দিনকে আটক করে।
কিশোরীর পিতাকে মারধর করে আলাল উদ্দিন চলে যায়। এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি কিশোরীর মা সহিতন বেগম বাদি হয়ে থানায় মামলা (নং-১৭) দায়ের করেন। মামলার পর থেকে আসামী আত্মগোপনে চলে যায়। মামলার প্রেক্ষিতে র্যাবও ছায়া তদন্তে নামে।