
জামালপুরে নাগরিক সমাজের মানববন্ধন
জামালপুর প্রতিনিধি
জামালপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন করেছে নাগরিক সমাজ । রবিবার দুপুরে দয়াময়ী মোড়ে সচেতন নাগরিক কমিটি ( সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে এর আয়োজন করেছে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন- সনাক সভাপতি শামীমা খান। বক্তব্য রাখেন- নাগরিক অধিকার কর্মী অ্যাডভোকেট ইউসুফ আলী, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, সনাকের সহসভাপতি আশরাফুজ্জামান স্বাধীন, সনাক সদস্য কায়েদ উয জামান, রফিকুজ্জামান মল্লিক, উদীচী জেলা সংসদের সহসভাপতি গৌতম সিংহ সাহা, টিআইবি ইয়েস গ্রুপের দলনেতা শাকিফ ভূইয়া প্রমুখ।
মানবন্ধনে দাবি করা হয়, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, ন্যায় বিচার প্রাপ্তিদের ভোগান্তি এবং বাধাগ্রস্থ নানা অপরাধসহ নারী ও শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে নারীদের নিরাপত্তা প্রদান এবং নারী ও শিশুর জন্য নিরাপদ সমাজ গড়ে তোলার জন্য কার্যকরের উপর গুরুত্বরোপ করা হয়।