ডার্ক মোড
Friday, 29 March 2024
ePaper   
Logo
জাবিতে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে ফিরোজ-এরশাদ

জাবিতে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে ফিরোজ-এরশাদ

 

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন "দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি"র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. ফিরোজ সরকারকে সভাপতি ও পদার্থ বিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী এরশাদ আলীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার (২ জুন) সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি সোহেল চৌধুরী ও সাধারণ সম্পাদক আলিফ আমরিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।

কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন, জাবি ফার্মেসি বিভাগের অধ্যাপক ড.সুকল্যাণ কুমার কুন্ডু, সিএসই বিভাগের অধ্যাপক ড. আবু সায়েদ মো. মোস্তাফিজুর রহমান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মুজিবুল আনাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আবু সায়েফ মো.মুন্তাকিমুল বারি, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক জনাব নুসরাত রহমান এবং চারুকলা বিভাগের প্রভাষক জনাব অসীম চন্দ্র রায়।

নবমনোনিত সভাপতি ফিরোজ সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ের জেলা সমিতি গুলো সংশ্লিষ্ট জেলার শিক্ষার্থীদের প্রয়োজনে সর্বাত্মক ভূমিকা পালন করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতিতে এ দায়িত্ব সুন্দরভাবে পালন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। ছাত্র কল্যাণ সমিতি কে সংঘবদ্ধ ও সুংগঠিত করতে কাজ করব।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন