ডার্ক মোড
Thursday, 13 February 2025
বাংলা
  • English
  • বাংলা
ePaper   
Logo
জাতীয়করণের দাবিতে সচিবালয়ে যাচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি দল

জাতীয়করণের দাবিতে সচিবালয়ে যাচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণার দাবিতে সচিবালয়ে যাচ্ছেন ১৫ সদস্যের শিক্ষক প্রতিনিধি দল।

এর আগে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার মধ্যে দাবি বাস্তবায়নের ঘোষণার আল্টিমেটাম দিয়েছিল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। আল্টিমেটাম শেষ হওয়ার আগেই সচিবালয় থেকে ডাক পড়লো তাদের।

জাতীয়করণের দাবির বিষয়ে কথা বলতে সচিবালয় থেকে শিক্ষকদের একটি প্রতিনিধি দলকে ডাকার বিষয়টি নিশ্চিত করে আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামছুল আলম বলেন, আমাদের আজ দুপুর ২টা পর্যন্ত আল্টিমেটাম ছিল। তার আগেই সচিবালয় থেকে ফোন করা হয়েছে। আমাদের সচিবালয়ে যেতে বলা হয়েছে। জোহরের নামাজের পর বৈঠক হবে। আমরা ১৫ সদস্যের টিম সেখানে যাচ্ছি।

সোমবার (২৭ জানুয়ারি) দাবি বাস্তবায়নের ঘোষণার আল্টিমেটাম দিয়েছিল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন